ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

ট্রেনে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ১ মে ২০২৪

শেয়ার

ট্রেনে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

ট্রেনে অসুস্থ হয়ে মো: মোশারফ হোসেন নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি চট্টগ্রামের একটি নির্মাণ কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ছয়পাড়া গ্রামের বাড়ি মোশারফের।

ঢাকা রেলওয়ে থানার এসআই রহিমা আক্তার বলেছেন, মঙ্গলবার রাতে মোশারফ তার কর্মস্থল (চট্টগ্রাম) থেকে ট্রেনে করে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্য ঢাকায় রওনা হন। বুধবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ট্রেনের মধ্যে তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন, পরে মারা যান। 

ট্রেনটি কমলাপুর এসে থামলে, সেখান থেকে লোকজন তাকে স্টেশনে নামান। পুলিশ সংবাদ শুনে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

এসআই বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ বুধবার দুপুরে স্বজনদেরকে হস্তান্তর করা হয়েছে।

মোশাররফের শ্যালক শফিকুল ইসলাম বলেন, তার ভগ্নিপতি চট্টগ্রামে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন সেখানেই থাকতেন। রেলওয়ে পুলিশের মাধ্যমে খবর পেয়ে কমলাপুর রেলস্টেশনে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

তিনি আরও বলেন, মোশারফ হোসেন আগেও স্ট্রোক করেছিলেন।

দ্য নিউজ/কেটি/এমএম

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd