ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

মহান মে দিবস

রিকশা চালকদের টুপি-পানি উপহার তেজগাঁও থানার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ১ মে ২০২৪

শেয়ার

রিকশা চালকদের টুপি-পানি উপহার তেজগাঁও থানার

তীব্র তাপপ্রবাহে রিকশা ও ভ্যান চালকদের মাঝে টুপি, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছে তেজগাঁও থানা পুলিশ। বুধবার দুপুরে তেজগাঁও থানার পুলিশ ফার্মগেট এসব বিতরণ করা হয়।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, প্রচণ্ড তাপ প্রবাহে পথচারীদের দুর্ভোগ লাঘব করতে গত ২১ এপ্রিল তারিখ হতে তেজগাঁও থানার চারটি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বুথ বসানো হয়। প্রতিটি বুথেই প্রতিদিন ১০০ লিটার পানি ও ১০০ স্যালাইন দেওয়া হয়।

আজ মহান মে দিবস উপলক্ষে উক্ত চার বুথের পাশাপাশি ফার্মগেট ও লোকাস মোড় এলাকার দুটি স্পটে ক্যাপ, মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

ওসি বলেন, মূলত রিকশা ও ভ্যান চালকদের মাঝেই এগুলো বিতরণ করা হয়। প্রায় ৫০০ রিকশা ও ভ্যান চালকের মাঝে এগুলো বিতরণ করা হয়।

এসময় ঢাকা সিটি করপোরেশন ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মনজুর এবং বিশিষ্ট সমাজসেবক আবু সাদেক উপস্থিত ছিলেন।

 

দ্য নিউজ/কেটি/এমএম

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd