ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

মিরপুরে রাস্তা পারাপারে ঝরলো ফুপু-ভাতিজার প্রাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ১ মে ২০২৪

আপডেট: ১৩:১৯, ১ মে ২০২৪

শেয়ার

মিরপুরে রাস্তা পারাপারে ঝরলো ফুপু-ভাতিজার প্রাণ

রাজধানীর মিরপুরে বাসচাপায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে; সম্পর্কে তারা ফুপু ও ভাতিজা। মঙ্গলবার রাতে পূরবী সিনেমা হলের সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- মোছা. খায়রুন বেগম (৩৬) ও তার ভাতিজা মো. ইয়াসিন (৪)।

পল্লবী থানার ওসি অপুর্ব হাসান বলেছেন, পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় 'বসুমতি পরিবহন' নামের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়।

পরে স্থানীয়রা স্থানীয় একটি হাসপাতাল নেন, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাসের চালককে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাসটিও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

খায়রুন বেগমের বাড়ি ভোলার সদরে। পল্লবী এলাকায় থাকতেন। তিনি পোশাক শ্রমিক ছিলেন বলে জানা গেছে। আর শিশু মো. ইয়াসিন খায়রুন বেগমের ভাতিজা।

দ্য নিউজ/কেটি/এমএম

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd