ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

বৃষ্টির সুসংসবাদ দিলো আবহাওয়া অফিস

দ্য নিউজ ডেস্ক


প্রকাশিত: ১২:৫৫, ১ মে ২০২৪

শেয়ার

বৃষ্টির সুসংসবাদ দিলো আবহাওয়া অফিস

তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। গতকালও দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা ছিল। এমন পরিস্থিতিতে বৃষ্টির সুসংবাদ দিলো আবহাওয়া অফিস। বুধবার আবহাওয়াবিদ ওমর ফারুক এ বিষয়টি জানান। তিনি বলেন, যশোরে, সিলেট এবং পূর্বাঞ্চল-চট্টগ্রাম এলাকা গুলোতে আজকে থেকেই  বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে আজকে থেকে থেকে ৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে থাকবে এবং ৫ তারিখ থেকে কালবৈশাখী ঝড় ও তীব্র বৃষ্টি শুরু হবে। এ সময়ের মধ্যে তাপমাত্রা অনেকটাই  কমে যাবে।

 

উল্লেখ্য, অতিরিক্ত গরমে দেশে দুই সপ্তাহের মতো হিট এলার্ট জারি করা হয়েছে। এ হিট এলার্টে জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। রমজান, ঈদ ও পহেলা বৈশাখের ছুটির পর পুরোপুরি খোলা হয়নি শিক্ষা প্রতিষ্ঠান। আগামীকাল পর্যন্ত বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান।

দ্য নিউজ/ এন এইচ

live pharmacy
umchltd