ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ 

শিব নারায়ণ দাসের মরণোত্তর দেহদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ১৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৩:২৩, ১৯ এপ্রিল ২০২৪

শেয়ার

শিব নারায়ণ দাসের মরণোত্তর দেহদান

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় পতাকার ডিজাইনার ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস। মানুষের কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে তার দেহটি দান হবে বলে তার ছেলে নিশ্চিত করেছেন।  

শিব নারায়ণ দাসের ছেলে বলেন, ‘আমার বাবা দেশের জন্য তার দেহটাও দান করেছেন। কুমিল্লা থেকে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দেহ দান করা হবে। মানুষের কল্যাণের কথা চিন্তা করেই মূলত এটা করা হচ্ছে। আর সন্ধ্যানীতে চক্ষু দান করা হয়েছে। আশা করি আমার বাবার চোখ দিয়ে অন্য কেউ দেখতে পারবে।’

নিঃস্বার্থ বাবার সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমার বাবা জাতীয় পতাকা ডিজাইন করার জন্য কিংবা স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার জন্য কোনোদিন কোনো ক্রেডিট নিতে চাননি। বাবার কৃতকর্মের জন্য আমরাও কোনো সুবিধা গ্রহণ করবো না। দেশের প্রয়োজনে জীবন দিবো।’

মৃত্যুর পরবর্তী কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘এখনকার কাজের প্রক্রিয়াগুলো বেশ জটিল। এরপরও ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতায় আগামীকাল সকাল ১০টায় তাকে কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। সেখানে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর নেওয়া হবে কুমিল্লাতে। সেখান থেকে আবার ঢাকায় আনা হবে।’

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: