ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

যশোরে রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

যশোর থেকে সংবাদদাতা

প্রকাশিত: ১২:৪৩, ৫ মার্চ ২০২৪

আপডেট: ১৫:০৯, ৬ মার্চ ২০২৪

শেয়ার

যশোরে রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

যশোরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সমাজে পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের ‘অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে’ উপ-পরিচালক   (উপসচিব) মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।


সেমিনারে আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা, কমলেশ মজুমদার, সুজন সরকার, উপ-প্রকল্প পরিচালক জাহিদ আনোয়ারসহ বিভিন্ন দপ্তর/সংস্থা কর্মকর্তাবৃন্দ, প্রত্যাগত অভিবাসী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, যশোর টিটিসি’র প্রতিনিধি, যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. শাহরিয়ারসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।


সেমিনারে বক্তারা ফিরে আসা অভিবাসী কর্মীদের সমাজে পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের মতামত তুলে ধরে বলেন, প্রত্যাগত অভিবাসী কর্মীদের টেকসই পুন:একত্রীকরণে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে যথাযথভাবে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। তাদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে আয়বর্ধক কর্মসূচি সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রদত্ত আর্থিক সুযোগ-সুবিধা প্রদানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে, বিদেশে গিয়ে দক্ষতা অর্জনকারী কর্মীদের আরপিএল-এর আওতায় টিটিসি’র মাধ্যমে সনদের ব্যবস্থাও রয়েছে। ফলে দক্ষতা সনদ পাওয়া কর্মীরা দেশে-বিদেশে উচ্চ বেতনে কাজের সুযোগ পাবে। মূলত দুই লাখ কর্মীর পুন:একত্রীকরণে প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সারা দেশে ৩০টি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে ৬৪ জেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় প্রতি কর্মীকে ১৩ হাজার ৫০০ টাকা মোট ২ লাখ কর্মীকে প্রণোদনা দেয়া হবে। ২০১৫ সাল হতে বিদেশফেরত কর্মীরা প্রকল্পে সুবিধা পাবে।

 

 

live pharmacy
umchltd