ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

স্বাধীনতা

মুশাররাত জেবীন

প্রকাশিত: ১৮:৫৭, ৬ মার্চ ২০২৪

আপডেট: ১৯:০৭, ৬ মার্চ ২০২৪

শেয়ার

স্বাধীনতা

তার কোন নিজস্ব ভিটে মাটি নেই
নেই এক টুকরা বাগান যেখানে
সকাল হয় পুর্তলিকার রঙিন হাসিতে
অথবা কামিনীর মোহিনী গন্ধ ব্যর্থ যামিনী
সাজিয়ে রাখে ক্রন্দসীর জন্য
তার নিজস্ব কোন পেয়ালাও নাই
কমলাষ্ঠ ছুঁয়ে যাতে উঠে আসে এক ফোঁটা
সবুজ চা বা ব্লাক কফি, শব্দহীন
যেখানে তৃপ্তির চেয়ে ভদ্রতাই বেশী

তার কোন সীমারেখা আদো নেই
নেই কোন নো ম্যানস ল্যান্ড বা ভূমধ্যসোপান
সে পতঙ্গ বা প্রজাপতির মতো কিংবা
ধানক্ষেতের পাশে শহুরে আধুনিকার
মেদহীন দেহে সরু আলের মতো
যেখানে লাল ফ্রক পরে ঘাস ফড়িং হয়ে
ছুটে চলে বালিকা
আদিগন্ত সবুজ শস্যক্ষেত বানিয়ে ফেলে
পৃথিবীর শ্রেষ্ঠ পতাকা আর লাল সবুজের আবডালে
আমরণ বেজে চলে বাংলাদেশের আবহসংগীত
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম....
এইতো আমার আনত নয়নে উদ্ধত স্বাধীনতা।

দ্য নিউজ/ এম আর এন

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: