ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

ঘরে আইসক্রিম তৈরির সহজ রেসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১, ২৮ এপ্রিল ২০২৪

শেয়ার

ঘরে আইসক্রিম তৈরির সহজ রেসিপি

দেশজুড়ে তীব্র তাপ প্রবাহ চলছে। এই গরমের ঠান্ডা কিছু যেন প্রাণ জুড়িয়ে দেয়। আর গরমে প্রান জুড়ানো খাবারের অন্যতম হলো আইসক্রিম। কিন্তু বাইরে থেকে আইসক্রিম কিনে খাওয়া যেমন স্বাস্থ্যসম্মত নয়, তেমনি অর্থসাপেক্ষও বটে। 

তাই এই আইসক্রিম বানানো যদি শিখে নেওয়া যায় তাহলে আর বারবার কিনে খাওয়ার দরকার হয় না বরং কম খরচে বাসায় বানিয়ে খাওয়া যায়। চলুন  জেনে নিই, কীভাবে বাসায় খুব সহজে তৈরি করবেন ভ্যানিলা আইসক্রিম। কী কী উপকরণ লাগবে। 

উপকরণ

- দুধ আধা কেজি

- কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ

- হেভি ক্রিম এক টিন

- কনডেন্স মিল্ক এক টিন

- ভ্যানিলা এসেন্স আধা চামচ

প্রস্তুত প্রণালি

দুধ ঘন করে গরম করে নিতে হবে। কর্নফ্লাওয়ার অল্প দুধে গুলিয়ে নিয়ে জাল করা দুধে দিয়ে দিন। দুধ ঘন থকথকে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। হেবি ক্রিম অনেকক্ষণ বিট করুন তারপর কনডেন্স মিল্ক, এসেন্স, ঘন দুধ দিয়ে অনেকক্ষণ বিট করে ফ্রিজে দুই ঘণ্টা রেখে দিতে হবে। দুই ঘণ্টা পর আবার বিট করে ফ্রিজে রেখে দিন। চার-পাঁচ ঘণ্টা পর আইসক্রিম হয়ে যাবে।



 

দ্য নিউজ / এন এ

live pharmacy
umchltd