ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

জাপানকে ‘জেনোফোবিক’ বলে আক্রমণ বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬, ২ মে ২০২৪

শেয়ার

জাপানকে ‘জেনোফোবিক’ বলে আক্রমণ বাইডেনের

নিজের মিত্র দেশ জাপানকে জেনোফোবিক বলে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার জাপান নিয়ে ওই মন্তব্য করেন তিনি। এদিন তিনি রাশিয়া ও চীনের সঙ্গে জাপানের নামও উল্লেখ করেন। মূলত যেসব দেশের মানুষ বিদেশীদের গ্রহণ করার মানসিকতা কম তাদেরকে জেনোফোবিক বলে চিহ্নিত করা হয়। বাইডেন বলেন, জাপান, রাশিয়া ও চীন যদি অভিবাসীদের গ্রহণ করতো তাহলে তাদের অর্থনীতি আরও ভালো করতো।

সাংবাদিকদের তিনি আরও বলেন, আপনারা কী জানেন কেনো যুক্তরাষ্ট্রের অর্থনীতি এত ভালো করছে? এর কারণ হচ্ছে আমরা অভিবাসীদের দিকে হাত বাড়িয়ে দেই। চীনের অর্থনীতি কেনো ধুঁকছে? জাপান কেনো বিপদে আছে? রাশিয়ার ক্ষেত্রেই বা কী হচ্ছে! এর কারণ হচ্ছে তারা জেনোফোবিক। তারা অভিবাসীদের চায় না। অভিবাসীরাই আমাদের শক্তিশালী করছে।

এর আগে গত মার্চ মাসেও এক স্প্যানিশ রেডিও স্টেশনের প্রোগ্রামেও জাপান, রাশিয়া ও চীনকে জেনোফোবিক বলে আক্রমণ করেছিলেন।

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd