ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

চাঁদে আরো পানি পাওয়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ২ মে ২০২৪

শেয়ার

চাঁদে আরো পানি পাওয়ার সম্ভাবনা

চাঁদে আরো বরফ ও পানি পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো। সম্প্রতি বেশ কিছু গবেষণা শেষে এই সিদ্ধান্তে এসেছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে এনডিটিভি জানিয়েছে আইআইটি কানপুর, সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, জেট প্রপালশন ল্যাবরেটরি এবং আইআইটি ধানবাদের বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়েছেন। ইসরো জানিয়েছে, চাঁদের দুই মেরুতে যে বরফ আছে তার চেয়ে প্রায় পাঁচ থেকে আটগুণ বেশি পরিমাণে বরফ চাঁদের নিচে পাওয়ার সম্ভাবনা আছে। এসব তথ্য বিবেচনা করে পরবর্তী মিশনগুলোতে চন্দ্রপৃষ্ঠ থেকে বরফের সন্ধান আরো জোরদার করা হবে।

 

এই গবেষণা চালাতে রাডার, নিউটন স্পেকট্রোমিটার, আল্টা ভায়োলেট স্পেকট্রোমিটার, থার্মাল রেডিওমিটার সহ আরো বেশ কিছু উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এছাড়া চাঁদে পাঠানো ভারতের প্রথম নভোযান চন্দ্রযান-২ এর পাঠানো তথ্যও এই গবেষণায় ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। এসব গবেষণার ভিত্তিতে পরবর্তীতে চাঁদে মানুষের বসবাসের পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে বলে আশা রাখছেন গবেষকরা।

 

 

 

দ্য নিউজ/ এস এস

live pharmacy
umchltd