ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

যুক্তরাষ্ট্রে মৌমাছির আক্রমণে খেলা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১০, ১ মে ২০২৪

শেয়ার

যুক্তরাষ্ট্রে মৌমাছির আক্রমণে খেলা স্থগিত

যুক্তরাষ্ট্রে এক ঝাঁক মৌমাছির কবলে পড়ে প্রায় দুই ঘণ্টা খেলা স্থগিত রাখতে হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই ঘটনা জানিয়েছে বিবিসি।

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রধান শহর ফোনিক্সের। এই দিন মার্কিনিদের অন্যতম জনপ্রিয় খেলা বেসবলের একটি ম্যাচ হওয়ার কথা। হঠাৎ মৌমাছির আক্রমণে পিছিয়ে যায় অ্যরিজোনা ডায়মন্ডব্লকস ও লস অ্যান্জেলস ডজারসের ম্যাচটি। মৌমাছির ঝাঁকটি এসে মাঠের একটি নেটে অবস্থান নেয়। উপায় না পেয়ে  ডাকা হয় মৌমাছি চাষি ম্যাট হিলটনকে। ম্যাট প্রায় ৩০ ফুট উঁচুতে উঠে মৌমাছিগুলোকে নিরাপদে ভ্যাকিউমের মাধ্যমে আয়ত্তে আনেন। এসময় পুরো গ্যালারি ম্যাটকে উৎসাহ দিতে থাকে। স্পিকারে বাজানো হয় বনি টেইলরের বিখ্যাত গান, ‘হোল্ডিং আউট ফর এ হিরো’।

 

পরবর্তীতে প্রায় দুই ঘণ্টা পরে পুনরায় ম্যাচটি শুরু হয়।

দ্য নিউজ/ এস এস

live pharmacy
umchltd