ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

পুলিশ হেফাজতে সালামান খানের বাড়িতে হামলাকারীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ১ মে ২০২৪

আপডেট: ১৮:২৩, ১ মে ২০২৪

শেয়ার

পুলিশ হেফাজতে সালামান খানের বাড়িতে হামলাকারীর আত্মহত্যা

গত ১৪ এপ্রিল মুম্বাইতে সালমান খানের বাড়ির বাইরে গুলি চালায় দুই ব্যাক্তি। পরবর্তীতে তাদের আটক করে পুলিশ। হামলাকারীদের অস্ত্র সরবারহের দায়ে গ্রেপ্তার করা হয় সনু সুবাস ও আনুজ থাপানকে। তবে বুধবার পুলিশ হেফাজতে আত্মহত্যা করেন আনুজ থাপান।

 

এনডিটিভি জানিয়েছে, গত ২৬ এপ্রিল পান্জাব থেকে গ্রেপ্তার করা হয় আনুজকে। এরপর থেকে পুলিশ হেফাজতে জেলে আটক ছিলেন তিনি। তিনি ও আরো ১০ জন আসামী ওই লক আপে বন্দী ছিলেন। তাদের পাহারায় চার-পাচজন পুলিশ কর্মরত থাকতেন। বুধবার সকাল ১১ টার দিকে লিক আপের টয়লেটে গিয়ে নিজের আত্মহননের পথ বেছে নেন তিনি। তবে কি কারণে তিনি এই কাজ করেছেন তার সঠিক কোন কারণ জানা যায়নি। সূত্র বলছে, এই বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

 

এই বিষয়ে মহারাষ্ট্রের এক সাবেক পুলিশ কর্মকর্তা পিকে জাইন জানিয়েছেন, পুলিশ হেফাজতের যেকোন মৃত্যুকে হত্যা হিসেবে বিবেচনা করা হয়। এর জন্য ওই থানার সকল পুলিশকে সিআইডি জিজ্ঞাসাবাদ করে থাকে।

 

দ্য নিউজ/ এস এস

live pharmacy
umchltd