ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

রাশিয়ার হিজাব সংক্রান্ত নতুন নীতিমালা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ১ মে ২০২৪

শেয়ার

রাশিয়ার হিজাব সংক্রান্ত নতুন নীতিমালা

হিজাব সংক্রান্ত বিভিন্ন নীতিমালা শিথিল করেছে রুশ প্রসাশন। বিদেশি নাগরিকরা রাশিয়ার নাগরিকত্ব আবেদন, ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ও বিভিন্ন সরকারি নথিতে হিজাব পরা ছবি ব্যবহার করতে পারবেন। বুধবার রাশিয়ার অভ্যন্তরীন মন্ত্রণালয় এই সংবাদ নিশ্চিত করেছে।

আরাটি জানিয়েছে, আগামী ৫ মে থেকে এই আইন কার্যকরী হবে। এর দশদিন আগে এই আইনের বিষয়ে ঘোষণা দেয়া হয়েছিলো। বিবৃতিতে জানানো হয়, যেসব মানুষ ধর্মীয় বিশ্বাসের কারণে অপরিচতদের সামনে মাথা খোলা রেখে আসতে পারেন না, তারা শুধুমাত্র মুখমন্ডলের ছবি দিলেই চলবে।

 

তবে রাশিয়ায় ইতোমধ্যেই স্থানীয় মুসলিম নারীরা ওয়ার্ক পারমিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা অন্যান্য সরকারি নথিতে হিজাব পরিহিত ছবি ব্যবহার করতে পারেন।

এই বিষয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিইসুলতান খামাজেইভ বলেন, এই নতুন আইনের মাধ্যমে বিশ্বাসীরা তাদের ধর্মীয় অনুশাসন সহজেই মানতে পারবেন। সেই সাথে মুখমন্ডলের ছবির মাধ্যমেই মনিটরিং সিস্টেমে তাদের তথ্য রাখতে পারবে সরকার।

 

 

দ্য নিউজ/ এস এস

live pharmacy
umchltd