ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যা

সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর ৫ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ১ মে ২০২৪

আপডেট: ১৫:৩৪, ১ মে ২০২৪

শেয়ার

সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর ৫ দিনের রিমান্ড

নিউইয়র্কের বাফেলো সিটিতে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ওই ব্যক্তির নাম ডেলও কামিংস।

গত শনিবার বন্দুকধারীর গুলিতে নিহত হন দুই বাংলাদেশি। তবে হামলার সময় ওই বন্দুকধারীর কোন পরিচয় পাওয়া যায় নি। পরবর্তীতে রোববার ৩১ বছর বয়সী ডেও কামিংসকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার বাফেলো সিটি কোর্টে তাকে হাজির করে পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে তারা। পরবর্তীতে বিচারক স্যামুয়েল পি ডেভিস সেই আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জে কিন জানিয়েছেন, কামিংসের বিরুদ্ধে বাফেলো আদালতে বেশ কয়েকটি মামলা বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। হত্যাকাণ্ডের সময়ে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে। এছাড়া তার কাছে একটি বেআইনি অটোমেটিক রাইফেল পাওয়া গিয়েছে।

ডিস্ট্রিক অ্যাটর্নি আরো জানিয়েছেন, অস্ত্র মামলায় দোষী প্রমাণিত হলে কামিংস এর ১৫ বছর কারাদণ্ড হতে পারে। এছাড়া ওই খুনের সাথে সংশ্লিষ্টতা থাকলে আজীবন কারাবাসের সাজা হতে পারে তার।

 

দ্য নিউজ/ এস এস

live pharmacy
umchltd