ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ 

মণিপুরে কুকি যোদ্ধাদের হাতে ২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১৩:২৭, ২৭ এপ্রিল ২০২৪

শেয়ার

মণিপুরে কুকি যোদ্ধাদের হাতে ২ পুলিশ নিহত

ভারতের মণিপুরে কুকি যোদ্ধাদের আক্রমণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুইজন।

এনডিটিভি জানিয়েছে, ভারতের পূর্ব এলাকার রাজ্য মণিপুরের বিষ্ণুপর জেলার নারাসেইনা গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। মণিপুর পুলিশ জানিয়েছে, মধ্যরাতে নারানসেইনার মৈরাং পুলিশ স্টেশন এলাকায় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র যোদ্ধাগোষ্ঠী। পাহাড়ের ওপর থেকে ক্যাম্পকে টার্গেট করেই গুলির্ষণ করে হামলাকারীরা। রাত প্রায় ১২.৩০ থেকে ২.১৫ পর্যন্ত হামলা চলতে থাকে। এসময় সিআরপিএফ ১২৮ ব্যাটেলিয়নের ক্যাম্পের পাশে বোমাও ছুড়ে তারা।

হামলার ফলে সিআরপিএফ এর সাব ইন্সপেক্টর এন সরকার ও হেড কন্সটেবল অরূপ সাইনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ইন্সপেক্টর জাদভ দাস এবং আফতাব দাস। এই পুলিশ সদস্যরা নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। হামলাকারীদের আটক করতে খোঁজ চালিয়ে যাচ্ছে পুলিশ। এক বিশ্বস্ত সোর্স জানিয়েছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী কুকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে।

এর আগে গত বছর সেপ্টেম্বর ও আগস্টে স্থানীয় দুই সশস্ত্র গোষ্ঠী কুকি জো ও মেইতেই গোষ্ঠীর ভিতরে তীব্র সংঘর্ষ হয়।

দ্য নিউজ/ এস এস

live pharmacy
umchltd