ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪ 

গাজায় গণহত্যার কোনো প্রমাণ নেই: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ১০ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:১৮, ১০ এপ্রিল ২০২৪

শেয়ার

গাজায় গণহত্যার কোনো প্রমাণ নেই: যুক্তরাষ্ট্র

ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে এমন কোনো প্রমাণ নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, যুক্তরাষ্ট্র গণহত্যার পক্ষে কোনো প্রমাণ দেখতে পায়নি। সিনেটের এক শুনানিতে আরকানসাসের রিপাবলিকান সিনেটর টম কটন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করেন, গ্রিনলাইটিং গণহত্যার জন্য বিক্ষোভকারীরা আপনাকে অভিযুক্ত করেছেন। আপনি এই অভিযোগের কী জবাব দিতে চান? জবাবে সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে অস্টিন বলেন, আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই। আমরা ইসরাইলকে নিরাপত্তা সহায়তা দিয়ে তার ভূখণ্ড ও জনগণকে রক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, আপনারা জানেন ৭ অক্টোবর যা ঘটেছিল, তা সত্যিই ভয়ঙ্কর ছিল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের হামলাকে অযুহাত হিসেবে ব্যবহার করে গাজায় নির্মম বর্বরতা চালাচ্ছে ইসরাইল। এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারেরও বেশি। অঞ্চলটির বেশিরভাগ বাড়ি ধ্বংস হয়ে গেছে। ২৩ লাখ জনসংখ্যার প্রায় সবাই বাস্তচ্যুত অবস্থায় দিন কাটাচ্ছে। আর ইসরাইলের এই আগ্রাসনের সবথেকে বড় সমর্থক হচ্ছে যুক্তরাষ্ট্র। সব ধরণের সহায়তা দিয়ে তারা ইসরাইলের পাশে দাঁড়িয়েছে।

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: