ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪ 

আয়ারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হওয়ার পথে সাইমন হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৯, ২৬ মার্চ ২০২৪

শেয়ার

আয়ারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হওয়ার পথে সাইমন হ্যারিস

গত ২০ মার্চ পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারদকর। এর পরিপ্রেক্ষিতে নতুন আইরিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন সাইমন হ্যারিস। এ খবর দিয়েছে সিএনএন।

খবরে জানানো হয়, ফাইন গেইল দল থেকে নির্বাচিত আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারকদর গত বুধবার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। পরবর্তী প্রধানমন্ত্রী পদের একমাত্র দাবিদার বর্তমানে সাইমন হ্যারিস। মাত্র ৩৭ বছর বয়সী সাইমন প্রধানমন্ত্রী হতে চলেছেন। এর আগে লিও ভারকদর- ছিলেন সর্বকনিষ্ঠ আইরিশ প্রধানমন্ত্রী। তিনি ৩৮ বছর বয়সে প্রধানমন্ত্রী হন।

সাইমন ১৯৮৯ সালে ডাবলিনের গ্রেস্টোনসে জন্ম নেন। তার বাবা একজন ট্যাক্সিচালক ছিলেন। সাইমন তার বিশেষ চাহিদাসম্পন্ন ভাইয়ের জন্য অটিজম সম্পর্কিত সচেতনতা তৈরির প্রচারের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। ২০১১ সালে মাত্র ২৪ বছরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। মাত্র ২৯ বছর বয়সে ২০১৬ সালে আইরিশ স্বাস্থ্য মন্ত্রী নিযুক্ত হন তিনি।

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd