ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪ 

৮০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ২৫ মার্চ ২০২৪

শেয়ার

৮০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল

৭০০ থেকে ৮০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে সম্মত হয়েছে ইসরাইল। হামাসের কাছে বন্দী থাকা ৪০ ইসরাইলি জিম্মির বিনিময়ে এই বিশাল সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। বিষয়টির সাথে পরিচিত কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এমন খবর দিয়েছে ইসরাইলি গণমাধ্যমগুলো।

আরটি জানিয়েছে, বহুদিন ধরেই ইসরাইল ও হামাসের মধ্যে একটি মধ্যস্ততার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে লড়াই পঞ্চম মাসে প্রবেশ করলেও এখনও সেই চেষ্টা সফল হয়নি। এবারই প্রথম যুদ্ধবিরতি নিয়ে কোনো আশার আলো দেখা গেলো। ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইসরাইল যেসব ফিলিস্তিনিদের মুক্তি দেবে তাদের মধ্যে প্রায় ১০০ জনের বিরুদ্ধেই হত্যা মামলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তা বলেন, এই মুহূর্তে আমরা চুক্তিটি নিয়ে ৫০ শতাংশ আশাবাদী। ইসরাইল ফিলিস্তিনি শরণার্থীদের গাজার উত্তরাঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়েও আলোচনা করতে প্রস্তুত বলে জানা গেছে।

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: