ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

তৃতীয় বারের মত বিএসএমএমইউ উপাচার্যের পিএস হলেন আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ২৮ মার্চ ২০২৪

শেয়ার

তৃতীয় বারের মত বিএসএমএমইউ উপাচার্যের পিএস হলেন আমিনুল ইসলাম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হকের ব্যাক্তিগত সহকারীর (পিএস) দায়িত্ব পেয়েছেন সহকারী রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম পলাশ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আমিনুল ইসলাম পলাশ এর আগে দুই বার এই পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এবার তৃতীয় বারের মত দায়িত্ব পেয়েছেন। তিনি সাবেক উপাচার্য কনক কান্তি বড়ুয়া ও কামরুল হাসান খানের সময়ও ব্যাক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেন।

রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, মানবসম্পদ ব্যবস্থাপনা অফিসের সহকারী রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম পলাশকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে উপাচার্য’র পিএস-১ পদে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগ দেওয়া হলো।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে, গত ১১ তারিখ এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হককে বিএসএমএমইউর উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি দায়িত্ব বুঝে নেন।

উল্লেখ, আমিনুল ইসলাম পলাশের গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাটে।

দ্য নিউজ/ এএস

live pharmacy
umchltd