ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

শনিবার থেকে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলবে : শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭, ২ মে ২০২৪

আপডেট: ১৫:৪৯, ২ মে ২০২৪

শেয়ার

শনিবার থেকে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলবে : শিক্ষা মন্ত্রণালয়

আগামী শনিবার থেকে মাধ্যমিক  বিদ্যালয়ে পাঠদান চলার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ বিষয়টি জানিয়েছেন। 

জানা গেছে, শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করার জন্য গত সপ্তাহে শনিবার মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসা খোলা রাখার নির্দেশনা দেয়া হয়। 

তবে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান স্থায়ীভাবে খোলা না থাকার কথা জানিয়েছে শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, রমজান, ঈদ ও বৈশাখের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিলো ২১ এপ্রিল। কিন্তু তীব্র গরমে সারাদেশে হিট এলার্ট জারি হওয়ায় এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।  এরপর গত ২৮ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর কয়েকজন শিক্ষকের মৃত্যু ও শিক্ষার্থীদের অসুস্থতার পর দুইদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। হিট এলার্টের মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় হাইকোর্ট  বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা না থাকায় বৃহস্পতিবার দেশের শিক্ষা প্রতিষ্ঠান মিশ্র ব্যবস্থা দেখা যায়।  এমতাবস্থায় আজ এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 

দ্য নিউজ/ এফ এইচ এস/ এন এইচ

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: