ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়াই বন্ধ স্কুল-কলেজ

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১১:১৫, ২ মে ২০২৪

আপডেট: ১১:২৫, ২ মে ২০২৪

শেয়ার

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়াই বন্ধ স্কুল-কলেজ

তীব্র তাপপ্রবাহে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত  বন্ধে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কিন্তু হাইকোর্টের নির্দেশের কপি পৌঁছায়নি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। সেজন্য শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা দেয়নি। এরপরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকা, মতিঝিল ও ধানমন্ডি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। 

সরেজমিনে জানা যায়, সকাল ৯ টার দিকে ঢাকা কলেজিয়েট স্কুল বন্ধ রয়েছে। একটু দূরের সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজও বন্ধ রয়েছে। সেখানকার নিরাপত্তাপ্রহরী জানান, অতিরিক্ত গরমের কারণে আজকে বন্ধ। 

কলেজের সহকারী প্রধান শিক্ষক ব্রাদার লিওনার্দ রোজারিও জানান, হাইকোর্টের নির্দেশনার কারণেই আমরা বন্ধ রেখেছি। হাইকোর্টের আদেশ তো আমরা অমান্য করতে পারিনা। শিক্ষা মন্ত্রণালয়ের কোন আদেশ পেয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ না পেলেও হাইকোর্টের আদেশ তো রয়েছে। 

একই ধরনের অবস্থা দেখা যায়,  রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, পোস্ট অফিস হাইস্কুল, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে। 

যদিও শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গতকাল সন্ধ্যায় বলেন, আমরা এখনো হাইকোর্টের আদেশের কপি পাইনি। সেজন্য আপিল করতে পারিনি। তবে হাইকোর্টের আদেশ থাকায় আমরা হ্যাঁ না কিছু বলতে পারছি না। যেহেতু হাইকোর্টের আদেশ রয়েছে সেজন্য আমাদের চুপ থাকাই ভালো। শিক্ষা প্রতিষ্ঠান গুলো কী করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করবে। যেহেতু আমরা কোন আদেশ পাইনি। সেজন্য আমরা বন্ধ রাখার ব্যাপারে কিছু বলিনি।

দ্য নিউজ/এনএইচ/এমএম

live pharmacy
umchltd