ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৭, ১ মে ২০২৪

আপডেট: ১৮:৫৮, ১ মে ২০২৪

শেয়ার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত

উপজেলা নির্বাচনের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ৮ মে'র পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি প্রকাশ করেছে।

স্থগিত পরীক্ষা আগামী ৯ মে অনুষ্ঠিত হবে।

আতাউর রহমান বলেন, ৮ মে উপজেলা পরিষদের নির্বাচন থাকায় পরীক্ষা একদিন পেছানো হয়েছে। পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে ভোট কেন্দ্র থাকায় এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধবারের অনুষ্ঠিতব্য ২০২২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে ভূগতি করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ৯ মে ২০২৪ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

এদিকে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ৮ মে ২০২৪ তারিখের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা ১৪ মে ২০২৪ তারিখ অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

live pharmacy
umchltd