ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

ফের মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ২৫ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:৪৬, ২৫ এপ্রিল ২০২৪

শেয়ার

ফের মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ

দ্বিতীয় মেয়াদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হয়েছেন অধ্যাপক নেহাল আহমেদ। বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপক নেহাল আহমেদ-এর অভোগকৃত অবসর- উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিত ও অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।


 

দ্য নিউজ/ এফ এইচ এস

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: