ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১১

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১১:২২, ২ মে ২০২৪

আপডেট: ১১:২৩, ২ মে ২০২৪

শেয়ার

চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, এ চক্রের অন্যতম 'মূলহোতা' মো. মারুফ (৩৮)। তারা পরিবহনে চাঁদাবাজির সঙ্গে জড়িত।

গ্রেপ্তার বাকিরা হলেন, মো. ইমরান হোসেন (৩৫), মো. জাকির হোসেন (২৩), মো. রায়হান (২২), মো. চয়ন (১৮), মো. আপন (১৮), মো. রুহুল আমিন (৪০), মো. আল আমিন (২৫),  মো. তানজির (২৪), মো. এহসান আহম্মেদ সজীব (২৬) ও মো. আরিফুল হাসান শাওন (১৮)।

তাদেরকে বুধবার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানায়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এম জে সোহেল জানান, তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সোহেল।

দ্য নিউজ/কেটি/এমএম

live pharmacy
umchltd