ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪ 

নিরাপত্তা দেয়াল ভেঙ্গে বাস তৃতীয় টার্মিনালে, প্রকৌশলীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ১৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৫:১০, ১৯ এপ্রিল ২০২৪

শেয়ার

নিরাপত্তা দেয়াল ভেঙ্গে বাস তৃতীয় টার্মিনালে, প্রকৌশলীর মৃত্যু

রাজধানীতে বাসের নিচে চাপা পড়ে একজন প্রকৌশলীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ভিতরে ঢুকে যায়।ওই বাসের নিচে চাপা পড়ে  প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী। 

শুক্রবার ১৯ এপ্রিল সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম সিদ্দিকী মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভিতরে ঢুকে যায়। তার মোটরসাইকেলটি রাইদা পরিবহনের বাসে নিচে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই সুমন চন্দ্র দাস। তিনি বলেন, ‘বাসটিকে জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

দ্য নিউজ/ এফ এইচ এস

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: