ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ২২ এপ্রিল ২০২৪

শেয়ার

মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল

১৯৯০ সালের অভিভাবকত্ব আইনে সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রে মাকে কেন স্বীকৃতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে ১৯৯০ সালের অভিভাবকত্বের আইনে সন্তানের অভিভাবক হিসেবে মাকে স্বীকৃতি দিয়ে কেন নীতিমালা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, আইন কমিশনসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার রাশনা ইমাম,ব্যারিস্টার আনিতা গাজী রহমান,অ্যাডভোকেট আয়েশা আক্তার।

দ্য নিউজ/ এমআরএন

live pharmacy
umchltd