ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

উপজেলা পরিষদ নির্বাচন

রায়পুরায় ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

প্রকাশিত: ২০:০১, ২ মে ২০২৪

শেয়ার

রায়পুরায় ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

নির্বাচন অফিসের তথ্যমতে, চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এদের মধ্যে পাড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলী আহমেদ দুলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পনির হোসেন ও চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সোলায়মান খন্দকার। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ সুমন মিয়া, উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল মিয়া, মোঃ মারফত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক ও জোসনা বেগম।

রায়পুরা উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমাদান আজ শেষ দিনে রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫ই মে মনোনয়ন পত্র বাছাই, ১২ মে মনোনয়ন পত্র প্রত্যাহার, ১৩ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ২৯ মে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd