ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ 

কেমিক্যালে পাকানো আম ভ্রাম্যমান আদালতে বিনষ্ট

সাতক্ষীরা সংবাদদাতা

প্রকাশিত: ১৫:০৬, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:৫৩, ২৭ এপ্রিল ২০২৪

শেয়ার

কেমিক্যালে পাকানো আম ভ্রাম্যমান আদালতে বিনষ্ট

সাতক্ষীরার কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো দশ মনৎআম জব্দের পর জনসম্মুখে তা ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামে আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করে উক্ত পরিমাণ আম জব্দ করেন।

সহকারি কমিশনার আজাহার আলী জানান, কৃষ্ণনগর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বিষাক্ত রাসায়নিক দ্রব্যের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে জানতে পারি।

এর প্রেক্ষিতে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীনকে সাথে নিয়ে কৃষ্ণনগর বাজার এলাকায ব্যবসায়ী আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো চারশ কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়। তবে অভিযানের আগেই পালিয়ে যান অসাধু ব্যবসায়ী আজিজুল ইসলাম। পরে কেমিক্যাল মিশিয়ে পাকানো আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd