ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

কুবি সংবাদদাতা

প্রকাশিত: ২২:২৫, ৩০ এপ্রিল ২০২৪

আপডেট: ২২:৫৭, ৩০ এপ্রিল ২০২৪

শেয়ার

অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

শিক্ষকদের চলমান আন্দোলনের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ ৯২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলসমূহও বন্ধ থাকবে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য সূত্রে বিষয়টি জানা গেছে। 

সিন্ডিকেট সূত্র জানায়, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে আলাপ-আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের দুইটি কমিটি গঠন করা হবে। একটি কমিটি করা হবে শিক্ষকদের দাবি-দাওয়া সংক্রান্ত। অন্যটি হবে ২৮ এপ্রিল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে।

আবাসিক হল কেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে সিন্ডিকেট সদস্য জানান, উপাচার্য দাবি করেছেন, আবাসিক হলগুলোতে প্রচুর অস্ত্র ঢুকেছে। শিক্ষার্থীদেরকে টাকা দেওয়া হচ্ছে। এতে ক্যাম্পাসে অন্যরকম ঘটনা ঘটতে পারে।

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd