ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

ঢাবিতে দুই দিনে দুজন শিক্ষার্থী গেস্টরুমে অজ্ঞান

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত: ১১:২৬, ২৪ এপ্রিল ২০২৪

শেয়ার

ঢাবিতে দুই দিনে দুজন শিক্ষার্থী গেস্টরুমে অজ্ঞান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে টানা দুই দিনে দুই শিক্ষার্থীর অজ্ঞান হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মো: শহীদ ও নিয়ামুল ইসলাম নামক ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষার্থীর সাথে গতকাল (সোমবার) ও আজ (মঙ্গলবার) এ ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শহীদ কয়েকদিন গেস্টরুম ফাঁকি দেওয়ায় তাকে রাত ১টায় গেস্টরুমে ডাকে। এ ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীরা তানভীর হাসান সৈকতের অনুসারীরা। পরে শহীদ সেখানে মাথা ঘুরে পড়ে যায়। কয়েকজন বন্ধু মিলে তাকে রুমে নিয়ে আসে ও পানি খাওয়ায়৷

এ বিষয়ে মো: শহীদকে জিজ্ঞেস করা হলে সে জানায়, গরমের কারণে আমি মাথা ঘুরে পড়ে যায়৷ পরে বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়। 

আবার মঙ্গলবার নিয়ামুল নামের এক শিক্ষার্থীর সাথেও একই ঘটনা ঘটে৷ এ ঘটনায় সম্পৃক্ত কর্মীরা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনানের অনুসারে।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী নিয়ামুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই তীব্র গরমে গেস্টরুমে অনেকক্ষণ দাড়িয়ে থাকতে হয়। তাই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে আমার বন্ধুরা আমাকে মাথায় পানি ঢালে ও স্যালাইন পানি খাওয়ায়। এখন কিছুটা ভালো লাগছে।

এ দুই ঘটনার ব্যাপারে বিজয় একাত্তর হল প্রভোস্ট ড.আবুল বাছিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি বিষয়ে এখনো কিছু শুনিনি। তবে খোঁজ নিয়ে জানাচ্ছি। ’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসন সংকটের কারণে প্রতিদিন শিক্ষার্থীদের গেস্টরুম ও ছাত্রলীগের সব প্রোগ্রাম করতে হয়। কেউ গেস্টরুম ও প্রোগ্রাম না করলে তাদের উপর নেমে আসে নির্যাতন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন মাথাব্যথা নেই।

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd