ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

সুইমিং পুলে নেমে প্রাণ গেল ঢাবি ছাত্রের

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৬:৪১, ২২ এপ্রিল ২০২৪

আপডেট: ১৬:৪৮, ২২ এপ্রিল ২০২৪

শেয়ার

সুইমিং পুলে নেমে প্রাণ গেল ঢাবি ছাত্রের

ঢাবির সুইমিং পুলে সাতার কাটতে গিয়ে প্রাণ গেল দর্শন বিভাগের সোয়াদ নামের এক শিক্ষার্থীর। আজ সোমবার (২২) দুপুর ২টার দিকে ঢাবির সুইমিং পুলে এই ঘটনা ঘটে।

ঢাবির শিক্ষার্থী মোল্লা তৈমুর রহমান জানান, সোয়াদ তার জুনিয়র। সুইমিং পুলে গোসল করার সময় যখন পাড়ে ভিড় দেখেন, তখন সহপাঠীরাই তার পেট চাপাচাপি করে পানি বের করার চেষ্টা করছিল। ওখানকার কোনো স্টাফ বা কর্তৃপক্ষ কোনো ধরনের সাহায্য করেনি।

তিনি বলেন, 'সোয়াদের ব্যাচমেটদের কাছ থেকে জানতে পেরেছি, তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। ফলে সাঁতার জানা সত্ত্বেও গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে পারে।

সোয়াদের বাড়ি বগুড়া জেলায়। তিনি দর্শন বিভাগের ১ম বর্ষের ছাত্র। থাকতেন হাজী মোহাম্মদ মহসিন হলে। তার সাঁতার জানা ছিল বলে জানিয়েছে সহপাঠীরা। তবে কীভাবে পানিতে তলিয়ে গেছে তা জানাতে পারেনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার হলের প্রভোস্ট ড. মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে কীভাবে মারা গেছে এ বিষয়ে কোন তথ্য দিতে পারেননি। 

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd